ব্রেকিং নিউজ রাজ্য

শিঘ্রই বাঁকুড়া – হাওড়া ভায়া মশাগ্রাম ছুটবে ট্রেন

খুব শিঘ্রই চালু হতে চলেছে বাঁকুড়া – হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন। যার ফলে বাঁকুড়া থেকে হাওড়া হয়ে কলকাতা যাওয়ার দূরত্ব অনেকটাই কমে যাবে।

ট্রেন চালুর কথা জানান, ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। ইন্টারসিটি এক্সপ্রেস বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যাবে। এই পরিষেবায় আরো অন্যান্য জায়গার মতো দক্ষিণ দামোদর এলাকার মানুষরা অনেকাংশে উপকৃত হবে।

কিছুদিন আগে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দেন এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন আর সেখানে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা বাসুদেব আচারিয়াকে জানান, খুব শিগগিরই বাঁকুড়া-মসাগ্রাম হাওড়া ট্রেন যাতায়াত করবে।

অপরদিকে এই খবর পাওয়া মাত্রই রেলওয়ে রিভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা সেহারা নিবাসি সুপ্রকাশ সামন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।