রাজ্য

দুই শনিবারই ব্যাঙ্ক খোলা

আনলক–৪ পর্ব শুরু হওয়ার পর এবার সিদ্ধান্তে বদল ঘটল। আগের মতোই শনিবারও ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহকরা। রাজ্যের অর্থদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, আগের মতোই শনিবারও খোলা থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চালিয়ে যেতে হবে নিউ–নর্মাল দিনযাপন। তাই এবার থেকে মাসের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ঘোষণা হওয়ার পরই ব্যাঙ্কের নিরাপত্তার কথা মাথায় রেখেও ব্যাঙ্ক খোলার ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হয়। জানানো হয়, আপাতত শনিবার ও রবিবার দু’দিন করেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। একাধিক ব্যাঙ্কের কর্মী–অফিসাররা করোনা আক্রান্ত হয়েছেন। তাই রাজ্যে সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে সপ্তাহে পাঁ দিন। বাকি দু’দিন ছুটি থাকবে। ২০ জুলাইয়ের নির্দেশিকা অনুযায়ী, চারটি শনিবারই সম্পূর্ণ বন্ধ থাকত ব্যাঙ্কগুলি। কিন্তু সেখানেই আসছে বদল। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে দ্বিতীয় ও চতূর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর প্রথম ও তৃতীয় শনিবার মিলবে পরিষেবা।
নবান্ন সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষকে সব সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মেট্রো সূত্রে খবর, ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ এবং আরপিএফ যৌথভাবে নজরদারি চালাবে। মেট্রোর ভেতরে কোনও মতেই অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হবে না। মেট্রোর সংখ্যাও কমবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালানোর কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। তাই মেট্রো পরিষেবা খুলে যাবে বুঝেই ব্যাঙ্কিং পরিষেবা বাড়িয়ে দেওয়া হল।