ছুটির তালিকা অনুসারে এপ্রিল মাসে পনের দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ সারা মাসে বিভিন্ন উৎসব, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্কগুলি কাজ করবে না। দেখে নিন এপ্রিল মাসে ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা,
1 এপ্রিল, শনিবার – অ্যাকাউন্ট বন্ধ থাকবে।
2 এপ্রিল,রবিবার – ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4 এপ্রিল, মঙ্গলবার – মহাবীর জয়ন্তী। আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, রায়পুর এবং রাঁচি প্রভৃতি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5 এপ্রিল, বুধবার – বাবু জগজীবন রামের জন্মদিন। হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ ।
7 এপ্রিল, শুক্রবার- গুড ফ্রাইডে। ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8 এপ্রিল, শনিবার- মাসের দ্বিতীয় শনিবার, ব্যাঙ্ক বন্ধ।
9 এপ্রিল, রবিবার – স্বাভাবিক ভাবেই বন্ধ থাকবে।
14 এপ্রিল,শুক্রবার – আম্বেদকর জয়ন্তী। বন্ধ থাকবে।
15 এপ্রিল,শনিবার – বাংলা নববর্ষ । ব্যাঙ্ক বন্ধ থাকবে।
16 এপ্রিল,রবিবার- রবিবার ব্যঙ্ক বন্ধ।
18 এপ্রিল,মঙ্গলবার- শব-ই-কদর । জম্মু, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ ।
21 এপ্রিল,শুক্রবার- ইদ-উল-ফিতর, ব্যাঙ্ক বন্ধ ।
22 এপ্রিল, শনিবার – রমজান ঈদ- ব্যাঙ্ক বন্ধ।
23 এপ্রিল ও 30 এপ্রিল, রবিবার – ব্যাঙ্ক বন্ধ।