বলিউড অভিনেত্রী বনিতা সান্ধু কলকাতায় ‘কবিতা অ্যান্ড টেরেসা’ নামে একটি ছবির শ্যুটিং করতে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। ‘অক্টোবর’-খ্যাত অভিনেত্রীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ সুপারের ঘরে কাটিয়ে পরিকাঠামো পছন্দ না হওয়ায় অভিনেত্রী চলে যান। বনিতা বেসরকারি হাসপাতালে গিয়েছেন। এখনও পর্যন্ত, কেবলমাত্র বেলেঘাটা আই ডি ও মেডিকেল কলেজেই UK থেকে আসা আক্রান্তদের জন্য স্বাস্থ্য দফতর বিশেষ ওয়ার্ড তৈরি করেছে। সেখানে ভর্তি না হয়ে বেসরকারি হাসপাতালে চলে যাওয়ায়, প্রশ্ন উঠছে, তবে কি স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল? গত ৩০ ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন বনিতা সান্ধু। ফলে তাঁর শরীরে করোনায় নয়া স্ট্রেন রয়েছে কি না, তা পরীক্ষানিরীক্ষা করা হবে। প্রসঙ্গত বিদেশ থেকে ফেরার পর বনিতার সহযাত্রী ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন।