রাজ্য

‘‌বাংলার গর্ব মমতা’

‘‌দিদিকে বলো’‌র পর এবার ‘‌বাংলার গর্ব মমতা’‌। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের নয়া কর্মসুচির কথা কর্মীদের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গর্ব মমতা হল তৃণমূল কংগ্রেসের ৭৫ দিনের একটি নিবিড় জনসংযোগ কর্মসুচি। চলবে ২ মার্চ থেকে ১০ মে। এই কর্মসুচির মাধ্যমে ৭৫ হাজারেরও বেশি দলীয় নেতা ও তৃণমূল স্তরের কর্মী ১৫ হাজার জনবসতিতে যাবেন এবং সারা বাংলার প্রায় ২.৫ কোটি মানুষের কাছে পৌঁছবেন।
আরও বলা হয়েছে, এটি বিভিন্ন স্তরের মানুষের মধ্যে মেলবন্ধনের সুযোগ করে দেবে। প্রশান্ত কিশোর ও তাঁর টিমের তৈরি এই ইভেন্ট লঞ্চের মঞ্চে উপস্থিত ছিলেন মমতা। যিনি অনুষ্ঠানের শুরুতে দলের নেতা কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করালেন। এই নয়া কর্মসুচির কথা জানিয়ে একটি বই সরবরাহ করা হয়েছে কর্মীদের মধ্যে। এই কর্মসুচিকে সামনে রেখেই তৃণমূল আসন্ন পুরভোটে ঝাঁপাতে চলেছে।
যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিন পর্যায়ে হবে এই কর্মসূচি। কেন বাংলার গর্ব মমতা তার তিনটি কারণ রয়েছে। এখন ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি সংবিধানের প্রস্তাবনার রক্ষক ও অভিভাবক হয়ে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে যিনি আগলে রেখেছেন—তিনি মমতা। তিন, যিনি বাংলার গৌরবকে পুনরুদ্ধার করার জন্য পরিশ্রম করছেন– বাংলার গর্ব মমতা।