বাংলাদেশ

করোনায় প্রয়াত বাংলাদেশের প্রতিরক্ষা সচিব

পদ্মাপারে করোনা সংক্রমণ বাড়ছিল। এবার তা মারণ হানা দিতে শুরু করল বলে মনে করা হচ্ছে। কারণ করোনায় বলি হলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লা আল মহসিন চৌধুরি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
সূত্রের খবর, গত ২৯ মে মাসে তাঁর সংক্রমণ ধরা পড়ে। বাড়িতে চিকিৎসা চললেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁকে ঢাকার কম্বাইনড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। ৬ জুন তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। চলতি মাসের ১৮ তারিখে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গিয়েছে, এই বছর জানুয়ারি মাসেই আব্দুল্লা আল মহসিন চৌধুরী প্রতিরক্ষা সচিব হন এবং ১৪ জুন প্রতিরক্ষা মন্ত্রকের সিনিয়র সচিব পদে পদোন্নতি হয় তাঁর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। মাত্র পাঁচ মাস দায়িত্ব সামলানোর পরেই মৃত্যু হল তাঁর। তাঁর জন্ম হয়েছিল ১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লায়।
বাংলাদেশে ১.৩৭ লক্ষেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১,৭৩৮ জনের। করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ভারতেও রোজই রেকর্ড করছে সংক্রমণ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্র অনুসারে, ভারতে মোট কোভিড–১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। প্রাণ হারিয়েছেন মোট ১৬ হাজার ৪৭৫ জন।