This time Bangladesh started production of drug remedicative to prevent corona. Pharmaceutical company SKF Pharmaceuticals Limited has started production. This remedy has so far proved to be the most effective drug in terms of therapeutic efficacy of corona.
বাংলাদেশ

করোনা–সঞ্জীবনী তৈরি বাংলাদেশের

করোনা ঠেকাতে এবার ওষুধ রেমডেসিভির উৎপাদন শুরু করল বাংলাদেশ। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি উৎপাদন শুরু করেছে। শনিবার থেকে এই ওষুধ বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। বিশ্বে প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে এসকেএফ জেনেরিক রেমডেসিভির উৎপাদনে সাফল্য পেল।
এসকেএফের পরিচালক ও প্রধান নির্বাহী আধিকারিক সিমিন হোসেন ঢাকায় সংবাদমাধ্যমকে জানান, করোনার চিকিৎসায় কার্যকারিতার নিরিখে এই রেমডেসিভির এখনও পর্যন্ত সবথেকে কার্যকরি ওষুধ বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে আমরা রেমডেসিভির উৎপাদন শুরু করেছি। গিলিয়েড সায়েন্সেস কোম্পানির তৈরি এই ওষুধ সারা বিশ্বে সাড়া ফেলেছে। গিলিয়েড সায়েন্সেস ওষুধটি উৎপাদনের জন্য ভারত–পাকিস্তানের বড় প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ করছে বলে খবর। তবে এসকেএফই বিশ্বে প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা জেনেরিক রেমডেসিভির উৎপাদনে সক্ষম হল।
জানা গিয়েছে, এসকেএফের উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম রেমিভির। যেহেতু এটি একটি শিরায় দেওয়া ইনজেকশন তাই এর উৎপাদনে সূক্ষ্ম প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ট্রান্সকম গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস ৩০ বছর ধরে ওষুধ উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটি দেশের বাইরে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও এশিয়া মহাদেশের ৩০টি দেশে ওষুধ রপ্তানি করে আসছে।