আমেরিকার গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে রাশিয়া। ফলে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও নিবিড় হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৯-১০ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন। সেখানে যোগ না দেওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে রুশ দূতাবাস। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে রাশিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও বার্তায় উল্লেখ করেছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় করতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আর তাই প্রশ্ন ওঠে সেই কারণেই কি আমেরিকার গণতন্ত্র সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
উল্লেখ্য, গণতন্ত্র রক্ষা নিয়ে আলোচনাসভার আয়োজন করছে আমেরিকা। ডিসেম্বরের ‘সামিট ফর ডেমোক্রেসি’তে আমন্ত্রিত হয়েছে ভারতও। তাৎপর্যপূর্ণভাবে, আমন্ত্রিতের তালিকায় নেই চিন এবং রাশিয়ার নাম। অথচ গণতন্ত্রের আলোচনা সভায় আমেরিকা আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ানকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, বরাবর তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চিন।
বিশ্বে গণতন্ত্রকে মজবুত করার বিষয়ে আলোচনা হবে সভায়। মূলত তিনটি বিষয় যেমন একনায়কতন্ত্রের বিরোধিতা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানবাধিকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে আলোচনা হতে চলেছে। আমন্ত্রিতদের তালিকায় থাকছে না মায়ানমার, আফগানিস্তান, তুরস্ক, সৌদি আরব, আরব আমিরশাহী।