বাংলাদেশ

পদ্মাপারে ঈদের ওপর জারি নিষেধাজ্ঞা

সোমবার ঈদ একসঙ্গে পালন করা যাবে না। করোনার হানায় এবার খোলা মাঠে জমায়েত করে ঈদের নমাজ পড়া থেকে শুরু করে সৌভ্রাতৃত্বের কোলাকুলিতেও নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক সতর্কতাগুলির গুরুত্ব মনে করিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের জাতীয় ঈদগায়ে ময়দানে এবার ঈদের প্রধান নমাজ হবে না। তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান নমাজ হবে।
এদিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। পদ্মাপারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৪৮০ জনের। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬১০।
এই পরিস্থিতিতে ঈদে স্বাস্থ্যগত বিষয়গুলি মেনে চলার কথা বলা হয়েছে। কমপক্ষে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নমাজে শরিক হতে হবে। সকল মুসলিম ভাইদের ঈদের কোলাকুলি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। শিশুদের জন্যেও বিশেষ খেয়াল রাখতে বলা হয়েচে। শিশু–সহ প্রত্যেকে নিয়ম অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।