বাংলাদেশ

পুজোর আগে পদ্মার ইলিশ ঢুকল বাংলায়

খাদ্যরসিকদের জন্য সুখবর। ফের বাংলার বাজারে এল পদ্মার ইলিশ। এই দফায় প্রায় ২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠাল বন্ধু দেশ–বাংলাদেশ। তাই পুজোর মুখে বাংলার মানুষ মনের সুখে পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন। দামও থাকবে নাগালের মধ্যে। পুজোয় বাড়ি থেকে না বেরিয়ে এই রূপোলি ফসল কিনে এনে বাড়িতে মাততে পারবে আম–বাঙালি।
জানা গিয়েছে, দুর্গাপুজোর শুভেচ্ছা হিসাবে বেনাপোল–হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য কয়েক কোটি টাকা। সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
শার্শা উপজেলা সূত্রে খবর, বাণিজ্য মন্ত্রণালয় দু’‌দফায় ১৩ জন রপ্তানিকারককে মোট ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। ৮ অক্টোবর বিকেলে সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়।
বাংলাদেশ থেকে প্রায় ২০০ মাছ রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন। সবাইকে সেই অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশে পদ্মা, মেঘনা এবং যমুনা–সহ সাগরে প্রচুর ইলিশ ধরা পড়েছে। যে মাছের দাম খুবই কম। এক কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে ৮০০–১১০০ টাকা।
উল্লেখ্য, দেশের চাহিদা মেটাতে ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে। তবে ২০১৯ সালের দুর্গাপুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। এবারও হল।