বাংলাদেশ ব্রেকিং নিউজ

বাংলাদেশের উপহার পাচ্ছে বাংলা

দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে আসছে পুজোর উপহার। পদ্মার ইলিশ পাতে পড়তে চলেছে আম–বাঙালির। আগামীকাল, মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন বাজারে মিলতে পারে পদ্মার ইলিশ। এখানে ইলিশের আকাল দেখা দিয়েছে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের জন্য মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল পরিমাণ ওই ইলিশ এবার ঢুকবে কলকাতা ও সংলগ্ন বাজারগুলিতে। তাতে জোগান বাড়বে। আর জোগান বাড়লে তার বিক্রিও বাড়বে।

পদ্মার ইলিশের জন্য পথ চেয়ে বসে থাকে বাঙালি। দুর্গাপুজোর সময়ে চাহিদা ওঠে তুঙ্গে। তাই দাম চলে যায় নাগালের বাইরে। এই পরিস্থিতিতে দামের তোয়াক্কা না করে বাংলাদেশের ইলিশের জন্য ঝাঁপায় এপার বাংলার ইলিশপ্রেমীরা।

আগেও দেখা গিয়েছে, ইলিশের জন্য বাংলাদেশের কাছে আবেদন করেছে রাজ্য সরকার। কারণ কূটনৈতিক কারণে মাঝে মধ্যেই ইলিশ পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ। ফলে ইলিশ আসা শুধু ইলিশ রসিকদের জন্য ভালো খবর নয়, দুদেশের সম্পর্কের একটা ভালো দিকেরও ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।