আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেকিং নিউজ

Bangladesh: ফের অশান্ত বাংলাদেশ! আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ

আওয়ামি লিগ পরিচালিত হাসিনা সরকারের পতনের পরেও সম্পূর্ণ শান্ত নয় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ক’দিন হতে না হতেই এবার চাকরি জাতীয়করণের দাবিতে অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। বৈষম্য বিরোধীদের সঙ্গে আনসারের সংঘর্ষে আহত হয়েছেন অসংখ্য মানুষ।

সাময়িক শান্ত থাকার পরে আবার উত্তাল হয়ে ওঠা বাংলাদেশে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ। বাংলাদেশের সংবাদ সংস্থার মতে, আহত প্রায় ৪০। সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাঁকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হয়।

সব মিলিয়ে ভালো নেই বাংলাদেশ। একদিকে বন্যা, অন্যদিকে আন্দোলন ও রক্তবন্যা। রবিবার ঢাকার সচিবালয় এবং অন্তর্বর্তী কালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ আরও বেশ কয়েকজনকে আটকে রাখে আনসার সদস্যরা। এই ঘটনা জানাজানি হতেই বৈষম্য বিরোধীদের সঙ্গে আনসারের সংঘর্ষে রক্তাক্ত হয়ে ওঠে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী যারা ১৯৪৭ সালে স্বাধীনতার পরে গঠিত হলেও ১৯৯৮ সালের বাংলাদেশ সরকার এই বাহিনীকে দেশের পতাকা তুলে দেশের অবিচ্ছেদ্য ও আধা-সামরিক প্রতিরক্ষা বাহিনী হিসাবে স্বীকৃতি দেয়।

একদিকে, বন্যায় বিগত ৩ দিনে অন্তত ২০ জন মানুষের প্রাণহানি হয়েছে। অন্যদিকে, আনসার ও বৈষম্য বিরোধীদের লড়াই চলছে। সম্পূর্ণ শান্ত নয় বাংলাদেশ এবং এরকম সংঘর্ষ জনিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন, প্রত্যাশা পূরণের জন্য অপেক্ষা করতে হবে।