বাংলাদেশ ব্রেকিং নিউজ

অগ্নিগর্ভ বাংলাদেশ! দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত ৯৮

ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছে পড়শি দেশের বিভিন্ন জায়গায়। অভিযোগ, রবিবার থেকে আওয়ামি লিগ, ছাত্রলিগের নেতাকর্মীদের উপরে দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানো হয়েছে। রবিবার ঢাকা, চট্টগ্রাম, পাবনা, সিলেট, ফেণী, বগুড়া, বরিশাল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ সহ একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সরকারকে সমর্থনকারী আওয়ামি লিগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি নেতা-মন্ত্রীদের বাসভবনে হামলা ও আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। আবার পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রবার বুলেট ছুঁড়েছে, এমন অভিযোগও সামনে এসেছে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে রবিবার রাজধানী ঢাকা সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বন্ধ ছিল দূরপাল্লার বাস, ট্রেন সহ অন্যান্য গণপরিবহনও।

সংঘর্ষের জেরে ইতিমধ্যে ১৪ জন পুলিশ সহ ৯৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত একাধিক মানুষ। যার মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের ১৩ জন সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে আরও একটি হামলায় হাইওয়ে থানার এক পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কার্ফু জারি হয়েছে।