বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও তাদের বাড়িঘর, উপসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে মানববন্ধন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিতরা বলেন, “সরকার পতনের পর ধারাবাহিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটছে। তা বন্ধ করতে হবে।”
এদিনের মানববন্ধনে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, “এসব হামলার তীব্র নিন্দা জানাই। আমি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকব।”
মানববন্ধনে উপস্থিতদের মধ্যে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু, অ্যাডভোকেট জহরলাল দাশ, অ্যাডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস, অ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার প্রমুখ।