ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ। কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের। সুপ্রিম কোর্টের রায়ে আন্দোলনের জয়ের পরেই শিথিল করা হয়েছে কার্ফু।
জানা গিয়েছে, আজ, বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকেই সেখানে সীমিত ভাবে চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে সেনা।
ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সেখানের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার কারণেই কার্ফু শিথিল করার সঙ্গেই কিছু সময়ের জন্য অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা এবং চট্টগ্রামের কিছু জায়গায় ইন্টারনেট চালু করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও বন্ধ ট্রেন চলাচল।