আন্তর্জাতিক বাংলাদেশ লিড নিউজ

Bangladesh: নোবেল জয়ী ইউনুসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

আজ, বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে চলেছে। নোবেল পুরস্কার জয়ী মহম্মদ ইউনুস দেশে ফিরছেন। তাঁর নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।

ইউনুস দেশে ফেরা মাত্রই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন সেনাপ্রধান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনুস এই মুহূর্তে ফ্রান্সে থাকলেও তিনি জানিয়েছেন, দেশের সাম্প্রতিক অস্থির অবস্থা থেকে উদ্ধার করতে দেশকে সাহায্য করতে তিনি প্রস্তুত।

প্রসঙ্গত, সোমবার শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে তথাকথিত ছাত্র বিদ্রোহের অবসান ঘটে। বাংলাদেশের ও গৃহযুদ্ধে অন্তত ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে অনুমান। সংরক্ষণের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন বৃহত্তর অভিমুখ লাভের পরে বাংলাদেশে আগুন জ্বলতে থাকে।

সোমবার দুপুরে শেখ হাসিনা সেনার পরামর্শে তড়িঘড়ি দেশ ত্যাগ করেন। বাংলাদেশ বিগত তিনদিন ধরে সেনার হাতে থাকলেও ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কথা। বৃহস্পতিবার সেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে চলেছে।