বাংলাদেশ

বিমান যোগাযোগের প্রস্তাব দিল ভারত

রক্ত ঋণের সম্পর্ক আবারও নিবিড় হতে চলেছে। করোনার জেরে আকাশপথের যোগাযোগ বন্ধ হয়েছিল। ফের বিমান চলাচলের প্রস্তাব দিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশকে ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ারও অনুরোধ করেছে দিল্লি। সুতরাং ভারত–বাংলাদেশ আবার অভিন্ন হৃদয়ে জুড়তে চলেছে। বাংলাদেশের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক ভারতের। এই করোনা সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
জানা গিয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মহম্মদ মেহবুব আলির সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন। ওই বৈঠকটি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে হয়। বিমান পরিবহণের ক্ষেত্রটি আরও উন্নত করার ব্যাপারে ভারতের আগ্রহের কথা ওই বৈঠকেই বাংলাদেশের প্রতিমন্ত্রীর কাছে জানান ভারতের হাইকমিশনার। প্রতিমন্ত্রী মেহবুব আলি বিমান যোগাযোগ পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন।
বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেন, ‘‌বাংলাদেশ–ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের অবদানের কথা বাংলাদেশ সবসময়ই কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুই বন্ধু রাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য কাজ করছে।’‌ যেহেতু তিস্তার জল নিয়ে চিনের সঙ্গে চুক্তি করতে চলেছে বাংলাদেশ তাই এভাবে বাংলাদেশকে হাতে রাখতে চাইছে ভারত বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করতে পাকিস্তান বাদে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে এয়ার বাবল করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। বাণিজ্যিক বিমান চালু করার উদ্দেশ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল এবং ভুটানের সঙ্গে এয়ার বাবল তৈরির প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি।