বাংলাদেশ ব্রেকিং নিউজ

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে সই করল বাংলাদেশ। মনে করা হচ্ছে, এই চুক্তির ফলে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়াও ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দিয়েছে এই দুই দেশ।

মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চুক্তিতে সই করে দুই দেশ। এই চুক্তিতে বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলি যুক্ত থাকছে।

জানা গিয়েছে, অতিমারির সঙ্গে মোকাবিলার জন্য ঢাকাকে ২০ লক্ষ করোনা ভ্যাকসিন উপহার দিয়েছে প্যারিস। তাৎপর্যপূর্ণ ভাবে, বছর দুই ধরেই বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ করে রাফালে যুদ্ধবিমান বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা চালিয়েছে ফ্রান্স।

বুধবার প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাত সারেন। সূত্রের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফ্রান্সের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অব ফ্রান্সের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।