বাংলাদেশ

স্পুটনিক–ভি আমদানি করবে বাংলাদেশ

করোনাভাইরাসের জেরে সেদেশে ১৬ জুন পর্যন্ত লকডাউন ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানান, রাশিয়া থেকে শীঘ্রই ৫০ লক্ষ করোনার টিকা স্পুটনিক–ভি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রক। কারণ করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগনাটভ বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর দফতরে সাক্ষাৎ করেন। করোনার টিকা আমদানির বিষয়টি নিয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান ড. মোমেন। ড. মোমেন বলেন, ‘‌অনুমোদন পেলে বাংলাদেশের কয়েকটি কোম্পানি রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবে। রাশিয়া থেকে দ্রুত করোনার টিকা আমদানির ক্ষেত্রে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।’‌
বিদেশমন্ত্রীর কথায়, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাশিয়া। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। সে সময়ের সহযোগিতার জন্য রাশিয়ার সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাই। রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ঢাকায় তাঁর কার্যকালের মেয়াদ শেষ করে ৮ জুন রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চিন বলেছে তারা কোনও বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে। ড. মোমেন বলেন, ‘‌আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চিন সরকার কূটনৈতিক আলোচনায় একমত হয়েছে, চিন আমাদের টিকা দেবে। তবে, টিকা আমদানি করবে বেসরকারি সংস্থা।’‌