আইএমএফের কাছে দেনায় জর্জরিত আফ্রিকার দেশ সুদান। ঋণে জর্জরিত সুদানকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। সেই তালিকায় বাংলাদেশও। ৬৫ কোটি টাকা ঋণ মেটানোর দায়িত্ব নিয়েছে ঢাকা। যা এককথায় নজির।
এভাবে সুদানের পাশে এসে দাঁড়ানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক মহল।জানা গিয়েছে, ৬ হাজার কোটি মার্কিন ডলার বা ৫ লক্ষ ১০ হাজার কোটি টাকা ঋণ রয়েছে সুদানের। এই ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে আইএমএফ তার সব সদস্যকে আহ্বান জানিয়েছে। অনেক দেশই তাতে সাড়া দিয়েছে। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছে।
বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আইএমএফের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ মঙ্গলবার সুদানকে ৬৫ কোটি টাকা ঋণ মেটানোর আশ্বাস দিয়েছে। বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইএমএফের তরফে একটি চিঠি পায়। চিঠির বার্তা জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
সুদান একসময় ব্রিটিশ শাসনে ছিল। ১৯৫৬ সালের ১ জানুয়ারি একটি চুক্তি হয় ও সুদান স্বাধীনতা লাভ করে। আয়তনে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় ও বিশ্বে দশম দেশ সুদান। সুদানের জনসংখ্যা সাড়ে ৪ কোটি, যার ৭০ শতাংশ মুসলিম।