করোনা আবহে এবার বাংলাদেশে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠল। কোচিং সেন্টারে পড়ানোর নামে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক বলে অভিযোগ। এই বিষয়ে ৬ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে নেটিজেনরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
ভিডিও–তে দেখা গিয়েছে, একটি ঘরে অভিযুক্ত শিক্ষক কয়েকজন ছাত্রীকে পড়াচ্ছেন। আর পড়াতে পড়াতেই তিনি ছাত্রীদের নানান স্পর্শকাতর স্থানে হাত রাখছেন। ছাত্রীর ঠোঁট টেনে নিজের মুখের কাছে আনছেন। স্বাভাবিক কারণেই ছাত্রীরা বিব্রতবোধ করছে। তিনি বেত হাতে নিয়ে তাদের সামনে ঘোরাঘুরি করছেন। আর এই ধরণের অপকর্ম করে চলেছেন।
স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষক বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সর্দার। তিনি ওই স্কুলের পাশেই ঘর ভাড়া নিয়ে ছাত্রীদের পড়াতেন। ওই কোর্চিং সেন্টারে পড়তে আসা ছাত্রীদের যৌন হয়রানির এই ভিডিওটি ২০১৬ সালের জুন মাসের। তখনও ভিডিওটি ভাইরাল হয়েছিল। তখনও হৈচৈ শুরু হয়েছিল। করোনা আবহে ফের ওই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
শিক্ষক নুরুল হকের ওই আপত্তিকর ভিডিও নিয়ে বরিশাল মহিলা পরিষদ ও মহিলা অধিদপ্তরের নেতৃবৃন্দরা ২০১৬ সালেই প্রশাসনের কাছে শাস্তি দাবি করেছিল। পরে স্থানীয় প্রশাসনের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালার মাধ্যমে অভিযুক্ত শিক্ষক নুরুল হকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষা মন্ত্রক থেকেও ওই বছরের জুলাই থেকে অভিযুক্ত শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়।