করোনার কারণে কর্মহীনদের ঈদ উপলক্ষ্যে আর্থিক সহায়তা করবে বাংলাদেশ সরকার। এই ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগেই প্রত্যেকের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সরকারের প্রাথমিক লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের জেলাপ্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ঈদ এবং পবিত্র রমজান উপলক্ষ্যে সাধারণ ছুটিতে বন্ধ থাকা দোকানপাট সীমিত আকারে খোলার অনুমতি দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াও সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি।
আগামীদিনে সরকার লকডাউনে কড়াকড়ি কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতিটি জেলায় জেলাভিত্তিক যেসব ছোটখাট শিল্প রয়েছে সরকারি নির্দেশ মেনে সেগুলি ফের খোলা যাবে। তবে এক্ষেত্রে স্বাস্থ্য বিধিও বজায় রাখতে হবে।
স্বেচ্ছাসেবী সংগঠন ব্র্যাকের সমীক্ষা অনুযায়ী, লকডাউন বাংলাদেশের গরীব মানুষদের আয় ও খাদ্য নিরাপত্তায় চরম আঘাত হেনেছে। যার জেরে দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছেন ৮৯ শতাংশ মানুষ। ১৪ ভাগ মানুষের ঘরে কোনও খাবারই নেই বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।