বাংলাদেশ

টিকা প্রয়োগের অনুমতি দিল সরকার

এবার করোনা টিকা প্রয়োগের অনুমতি দিল বাংলাদেশ সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৫০ লক্ষ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর। আর তাতেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পদ্মাপারের বাসিন্দারা। এমনকী এই নিয়ে ওপারে জোর চর্চা শুরু হয়েছে।
সংবাদমাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মেহবুবুর রহমান এই কথা জানান। মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ওই সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‌করোনা টিকার প্রতিটি লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। বুধবার এই টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের মোকাবিলায় টিকাদান।’‌
উল্লেখ্য, ভারত থেকে টিকার প্রথম চালানে ৫০ লক্ষ ডোজ সোমবার ঢাকায় পৌঁছয়। পরে তা নিয়ে যাওয়া হয় টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে। সেখান থেকে প্রতিটি লটের নমুনা পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছিল। তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লক্ষ ডোজ করে পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউটের।
জানা গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম করোনা ভাইরাসের টিকা নেবেন রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। টিকা প্রদান প্রকল্প উদ্বোধনের পর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেবেন তিনি।