বাংলাদেশ

লকডাউনের মেয়াদ বাড়াতে পারে বাংলাদেশ

বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস। মহামারীর এই সংকট কালে বংলাদেশে মহামারীর প্রকোপ রুখতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এবার সংক্রমণের গতি শ্লথ করতে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াতে পারে প্রশাসন। তবে এখনও তেমন কোনো ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, পরিস্থিতি সেদিকে যেতে পারে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর গত ১৪ এপ্রিল থেকে লকডাউন চলছে। ২১ এপ্রিল তা শেষ হওয়ার কথা। কিন্তু সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা মোকাবিলা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির এক ভার্চুয়াল সভায় এই সুপারিশ করা হয়। উল্লেখ্য, জরুরি পরিষেবা ছাড়া রপ্তানি খাতের পোশাক শিল্প–সহ সব কলকারখানা, শপিং মল, দোকানপাট ইত্যাদি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই লকডাউনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধের পরিকল্পনা রয়েছে সরকারের।
গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সংক্রমণ বৃদ্ধির জন্যও বিরোধী বিএনপি’‌র উপর দায় চাপিয়েছে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ। মন্ত্রী ওবায়দুল কাদেরের অভিযোগ, জনগণ যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না এবং তার জন্য বিএনপি’‌র উসকানি আছে। লকডাউন নিয়ে নানা অপপ্রচার ও উসকানি দিচ্ছে। করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদেরের আবেদন, ‘‌সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দিন।’‌