করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়িয়ে দিয়েছে ঢাকা। সুতরাং আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্ত বন্ধ থাকায় যাতায়াত করা যাবে না। করোনাভাইরাস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘করোনার সঙ্গে কঠিন লড়াই করছে বাংলাদেশ। গত মে মাসে ইদের পর সংক্রমণ বেড়ে গিয়েছে। তখন মৃত্যুহার কমলেও ফের তা বেড়ে গিয়েছে। রয়েছে টিকা সংকট। ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বরাত অনুযায়ী ভ্যাকসিন না আসায় একটা সংকট সৃষ্টি হয়েছে।’ তবে ৩৩ লক্ষ ডোজ ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে চিন সরকারের পক্ষ থেকে দু’দফায় উপহার পাওয়া গিয়েছে সিনোফার্মের ১১ লক্ষ ডোজ টিকা।
উল্লেখ্য, ভারতে করোনার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সকল ধরনের স্থলসীমান্ত বন্ধ করেছিল বাংলাদেশ। পরে বন্ধের মেয়াদ বাড়ানো হয়। স্থলসীমান্ত বন্ধের সময়কালে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যাঁদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম, তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।