খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

শুক্রবার শারজার মাঠে মুখোমুখি হয় দুই দল, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও দুই দলের পারফরম্যান্সই খুব একটা ভালো নয়। প্রথম দু’টি ম্যাচে ব্যর্থ হয়ে শেষের দিকে একটু ভালো খেলল পোলার্ড অ্যান্ড কং। আর শেষ চারে পৌঁছাতে না পেরে বিদায় নিল শাকিব আল হাসানদের দল।

শুক্রবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ। এদিনের ম্যাচেয়ক্যারিবিয়ান দলের হয়ে ওপেন করতে নামে ক্রিস গেল (৪) এবং এভিন লুইস (৬)। এদিন দু’জনই খুব বেশি রান তুলতে পারেননি। এমত পরিস্থিতিতে ব্যাট করতে নামে চেজ ও পুরান। ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ ভালো খেলতে থাকেন। ৪৬ বলে ৩৯ রান করেন তিনি। শেষের দিকে ২২ বলে ৪০ রান করে ম্যাচকে ১৪২ রানে নিয়ে গেলেন নিকোলাস পুরান। চারটি ছয় এবং একটি চার মারেন তিনি। প্রথম দলে যোগ দিয়ে জেসন হোল্ডারও ভালো ইনিংস খেলেন। খেলার শেষে দলের ভালো স্কোর তুলে নেন অধিনায়ক পোলার্ড।