বাংলাদেশ

একদিনে এক হাজার করোনা আক্রান্ত!‌

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না বাংলাদেশ। একদিনে সর্বাধিক আক্রান্তের নয়া রেকর্ড সৃষ্টি হল এবার। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। মৃত্যু মিছিলও কিছুটা দীর্ঘ হয়েছে। তাই গোটা দেশ জুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, মানুষ পরের নম্বর কার এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে।
জানা গিয়েছে, এখানে একদিনে ১,০৩৪ জন নতুন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে পরিসংখ্যান অনুসারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৯১ জন। উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। গত দু’‌মাসের মধ্যে এই প্রথম একদিনে এত রোগীর সন্ধান পাওয়া গেল। যা কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের।
বাংলাদেশে করোনায় মৃত্যুর ঘটনা অব্যাহত। যা চাপ বাড়িয়েছে সরকারের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯ জন। এদিন এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য জানান। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এই নিয়ে মোট ২,৯০২ জন সুস্থ হলেন।