The number of Corona patient has crossed seven thousand in Bangladesh. Already died 163 people
বাংলাদেশ

একদিনে ৬০০, আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়াল

বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪১ জন। এই নিয়ে মোট আক্রান্ত হল ৭১০৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গিয়েছেন ৮ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬৩ জন হল। ফলে নতুন করে দেখা দিল আতঙ্ক।
জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৭০৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু নমুনা মিলিয়ে মোট ৪৯৬৮টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়। নমুনা পরীক্ষার হার আগের দিনের তুলনায় ১৪.৬৮% বেশি। মোট ৫৯৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই ঢাকায় হয়েছে। ঢাকায় এখনও পর্যন্ত সংখ্যা ১৩৭ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে মাত্র এক–ভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর তিন–ভাগ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ শেষ হয়ে গেলে তার ১৪ দিন পর একটি নমুনা নেওয়া হয় এবং সাতদিন পর আর একটি নমুনা নেওয়া হয়। এই দুটি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলে তাকে সুস্থ বলে ধরা হয়।