গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসঙ্গে মারা গিয়েছেন ৪৬ জন। ফলে গোটা পদ্মাপারে এখন আতঙ্কের মেঘ দেখা দিয়েছে। এই সংকট থেকে কি করে বেরিয়ে আসা যাবে তা নিয়ে রোজ চলছে জোর আলোচনা।
জানা গিয়েছে, এই নিয়ে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হল। তার মধ্য দিয়ে করোনা সংক্রমিত দেশগুলোর শীর্ষ তালিকায় পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। তাকে টপকে যাওয়ায় চিন্তা বেড়েছে পদ্মাপারের প্রশাসনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে, করোনার সংক্রমণ পরিস্থিতির এই তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গিয়েছেন ৩ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৬ জন ও মহিলা ১০ জন। গত ৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
