চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে উপকূলের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ কোস্ট গার্ড৷ কোস্টগার্ড সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ যার মাধ্যমে ঔষধ ও চিকিৎসা সহায়তা পেলেন নারী, শিশু সহ সুবিধাবঞ্চিত এলাকাবাসীরা৷
বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনিফার বিনতে ইয়াসিন, নিবার্হী কর্মকর্তা বিসিজিএস সোনার বাংলা লেফটেন্যান্ট ইকবাল হোসেন সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ।