শুক্রবার থেকে কলকাতায় শুরু হল দশম বাংলাদেশ বইমেলা। এবারে বাংলাদেশ বইমেলার আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ারে। এই বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামও।
এদিন বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন এবং পশ্চিমবঙ্গের লোকনৃত্য ‘রণপা’–র মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী মেহের আফরোজ শাওন। জানা গেছে, ১০ ডিসেম্বর বইমেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী শামা রহমান। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা।
২০১১ সাল থেকেই কলকাতায় বাংলাদেশ বইমেলার আয়োজন হয়ে আসছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতার বাংলাদেশ উপ দূতাবাস এই মেলার আয়োজক। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি এবারের মেলা উৎসর্গ করা হবে।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এবারে বাংলাদেশের ৭৫টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।
প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। মেলামঞ্চে প্রতিদিন সন্ধেয় থাকবে স্বরচিত কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন। থাকবে বিষয়ভিত্তিক সেমিনারও, যেখানে অংশগ্রহণ করবেন দুই বাংলার বিশিষ্ট কবিরা। এই মেলার সাংস্কৃতিক সহযোগিতা করবে কলকাতার ‘ভাষা ও চেতনা সমিতি।’