বাংলাদেশ

ঢাকা বিস্ফোরণে মৃত ৭, আতঙ্ক

ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। রবিবার রাজধানী ঢাকার মগবাজারের শরমা হাউসে এই বিস্ফোরণটি ঘটে। ঘটনায় ইতিমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৫০। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনে হঠাৎই আগুন লেগে যায়। বিস্ফোরণের জেরে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া তিনটি বাস পুড়ে গিয়েছে। শুরু হয়েছে তদন্ত।

এদিন যে ভবনটিতে বিস্ফোরণ হয়, সেখানে বেশকিছু দোকান রয়েছে। সংবাদমাধ্যমের অফিসও রয়েছে। ভবনের নীচতলায় ফাস্ট ফুডের দোকান ছিল। দ্বিতীয় তলায় একটা শোরুম। তিন তলায় ছিল একটা স্টুডিও। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ৩০০ মিটার এলাকা পর্যন্ত কম্পন অনুভূত হয়। চার কিমি দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় তদন্তকারীরা জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিস কমিশনার সফিকুল ইসলাম জানান, গ্যাস লিকের কারণে বিস্ফোরণ হতে পারে। ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে মনে করছেন, স্থানীয় ট্রান্সফর্মার ফেটেই এই ঘটনা। এক পথচারীর কথায়, আমি দোকানগুলির পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎই বীভৎস আওয়াজ শুনতে পাই। দেখতে পেলাম, ওই ভবন থেকে চাঙড় খসে পড়ছে। পাশেই ট্রান্সফর্মার ছিল।