The ban on passenger aviation in Bangladesh has been extended again. According to the new decision, domestic and international flights will be suspended until May 30, the Civil Aviation Authority said.
বাংলাদেশ

আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান

বাংলাদেশে যাত্রীবাহী বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা আবার বাড়ানো হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক আকাশপথে বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। করোনাভাইরাসের বাড়বাড়ন্তের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ওই দেশেও লকডাউন বাড়তে পারে বলে খবর মিলেছে।
আজ বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মহম্মদ মফিদুর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অবশ্য চিনের সঙ্গে সরাসরি বিমান চালু থাকবে বলেই খবর। ঘরোয়া যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে বেবিচক। তবে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ এবং বিশেষ বিমান পরিচালনার কার্যক্রম চালু থাকবে।
বেবিচকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বিমানে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলের আকাশপথের ক্ষেত্রে কার্যকর হবে।