রেশন দুর্নীতি মামলায় এবার বড় অভিযান ইডির।
শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। সেখানে তল্লাশি অভিযান চলছে। তবে শঙ্কর বাড়ির ভিতরে রয়েছেন কি না, সেই বিষয়ে এখনও জানা যায়নি। ২০০৫ সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন তিনি। পরে বনগাঁ পুরসভার পুরপ্রধান হন। শঙ্করের স্ত্রীও পুরসভার চেয়ারম্যান ছিলেন।
অন্যদিকে সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সময় বেশ কয়েক জন স্থানীয়ও ঘটনাস্থলে পৌঁছে যান। ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অঞ্জন মালাকার নামে আর একজনের বাড়িতেও হানা দিয়েছে ইডি। তিনি হলেন বনগাঁয় শঙ্কর আঢ্যর কর্মচারীর বাড়ি। বনগাঁয় ৪ জায়গায় তল্লাশি।