জেলা

ফের বন্ধ হাবরায়

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। তাতে করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউ যে কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর কড়া বিধিনিষেধ সত্বেও জারি রয়েছে করোনার চোখ রাঙানি। পাশাপাশি আজ আবার করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১শে জানুয়ারি পর্যন্ত করেছে রাজ্য সরকার।

করোনা সংক্রমন রুখতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হাবরা শহর জুড়ে লকডাউন এর ঘোষণা করেছে হাবরা পুরসভার পুর প্রশাসক নারায়ন চন্দ্র সাহা। এদিন, হাবরা পুরসভার পক্ষ থেকে বোর্ড অফ মেম্বার্সরা মিলে মিটিং করেন। মিটিংয়ের পর সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয় চলতি সপ্তাহের শুক্রবার এর মত ফের আগামী সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার কার্যত পুরো লকডাউন থাকবে হাবরা শহরে। পাশাপাশি শনিবার হাবরা জয়গাছি সুপারমার্কেটের বন্ধ থাকবে।

বর্তমান পরিস্থিতিতে দিনের পর দিন যেভাবে করোনার পরিস্থিতি বেড়ে চলেছে সেই দিকেই তাকিয়ে আগামী দিনের এই কর্মসূচি বলে ঘোষণা করেন নারায়ণ চন্দ্র সাহা। হাবড়ার সহ পৌর প্রশাসক তারক দাস জানাযন, ‘দিনের পর দিন যেভাবে করোনা পরিস্থিতি বেড়ে চলেছে সেই কারণেই কার্যত সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করা হয়েছে পাশাপাশি জয়গাছি সুপার মার্কেটের বস্ত্র হাট একদিন বন্ধ করা হয়েছে। তবে পুলিশ প্রশাসন অনেক সচেষ্ট সাধারণ মানুষও আগের তুলনায় অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে।