মেডিক্যাল ভিসা ছাড়া সব ভিসায় আজ থেকে ৩ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন।
বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্টুডেন্ট, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর ২৪ পরগণা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। যদিও মেডিক্যাল ভিসার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকছে না।
জানা গেছে, আগামী ২০ মে, সোমবার বনগাঁ লোকসভায় ভোট গ্রহণ। সেকারণে শনিবার সকাল থেকে আগামী সোমবার ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিক্যাল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।
এই সময় বন্ধ থাকবে স্টুডেন্ট, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় বাংলাদেশীদের ভারতে যাতায়াত। ২১ মে, মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে সব ধরনের যাত্রী যাতায়াত।
উত্তর ২৪ পরগনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এজন্য ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহন যাতায়াত সীমিত করা হয়েছে। তবে শুধু মেডিক্যাল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবে। বন্ধ থাকবে অন্যান্য ভিসায় যাতায়াত।
এদিকে হঠাৎ করে পাসপোর্টযাত্রী যাতায়াতে ভারতীয় নির্বাচন কমিশনারের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে শত শত বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা। দুই পারে কয়েক শ’যাত্রী আটকে পড়েছেন। আপাতত তারা সীমান্ত সংলগ্ন এলাকার বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তারা দুই দেশের মধ্যে যাতায়াত করবে বলে জানা গেছে।