শুক্রবার বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। সেই সময়ে তিনি আপাতদৃষ্টিতে সুস্থ ছিলেন। শারীরিক অবস্থা নিয়ে বিচারকের প্রশ্নে তিনি জানান, তাঁকে রোজ ১ লক্ষ ডোজের ইনসুলিন নিতে হয়। গতকাল নিতে পারেননি বলে পা ফুলেছে। আরও জানান, ইডি তাঁর উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার করেনি। ভাল ব্যবহারই করেছে।
এদিন এজলাসে দু’পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর বিচারক জ্যোতিপ্রিয় মল্লিককে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তা শুনেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তাঁর আইনজীবী দাবি করেন, উনি অজ্ঞান হয়ে গেছেন। সেই সময় ধৃত মন্ত্রীর মাথায় জল ঢেলে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী। এরপরই মন্ত্রীকে বিচারকের এসি ঘরে নিয়ে গিয়ে বসানো হয়।
এরপর ইডি ধৃত মন্ত্রীকে তাঁদের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার তো়ড়জোড় শুরু করে। অন্যদিকে অ্যাম্বুলেন্স ডাকার দাবি জানান ধৃত মন্ত্রীর আইনজীবীরা। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে তা নিয়েও বচসা বাঁধে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল কোর্ট থেকে ইডির তত্ত্বাবধানে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।