শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। শনিবার মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৩৮ আহত অন্তত ৬৫০। বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার অভিঘাতে বেলাইন হয়ে যায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসটির ১৮টি কামরা। শুক্রবার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ি ও যশবন্তপুর বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সংঘর্ষে করমন্ডল এক্সপ্রেস দুমড়ে মুচড়ে যায়।প্রাথমিকভাবে বলা হয়,একটি মালগাড়ীর সঙ্গে সংঘর্ষে শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের ১০থেকে ১২টি বগি লাইনচ্যুত হয়ে বিপরীত ট্র্যাকে পড়ে যায়। পরবর্তীতে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে লাইনচ্যুত কোচগুলির সংঘর্ষ হয়, ফলে ওই ট্রেনটিও ক্ষতিগ্রস্থ হয়।
ওড়িশায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে বাতিল করা ট্রেনগুলি অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাত আড়াইটে নাগাদ বালেশ্বরে ঘটনাস্থলে পৌঁছে যায় মানুষ ভূঁইয়া, দোলা সেন সহ তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার ঘোষণা করেছেন যে তিনি লাইনচ্যুতির উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেল সুত্রে জানা গিয়েছে, রেল মন্ত্রক ৫০ লক্ষ টাকার এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছে৷ মৃতের স্বজনদের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা,যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।