Baking soda has many uses in skin and hair care. As it is able to remove dandruff, there is no pair of baking soda to whiten teeth.
লাইফস্টাইল

রূপচর্চায় বেকিং সোডা

ত্বক ও চুলের যত্নে বেকিং সোডার রয়েছে নানা ব্যবহার। এটি যেমন খুশকি দূর করে সক্ষম, তেমনি দাঁত ঝকঝকে করতেও জুড়ি নেই বেকিং সোডার। জেনে নিন রূপচর্চায় এর ব্যবহার-

১। ঘামের দুর্গন্ধে বিব্রতবোধ করছেন? বেকিং সোডায় রয়েছে এমন কিছু উপাদান যা প্রাকৃতিকভাবে দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। চার টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি আন্ডারআর্মে পাতলা লেয়ারে দিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
২। ভেজা টুথব্রাশে খানিকটা বেকিং সোডা নিয়ে ২ মিনিট দাঁত ব্রাশ করুন। এরপর সাধারণ পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন। দাঁত হবে ঝকঝকে। দুই সপ্তাহে একবার এটি দাঁতে ব্যবহার করবেন।
৩। বেকিং সোডা চুলের গোড়া থেকে ময়লা দূর করতে পারে। নরমাল শ্যাম্পুর সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে চুল পরিষ্কার করে নিন। এটি খুশকিও দূর করবে।
৪। ব্রণ দূর করতে বেকিং সোডার পেস্ট রাতে ঘুমানোর আগে ত্বকে লাগিয়ে রাখুন।
৫। বাথটাবের জলে ১/২ কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। ত্বকে থাকা জীবাণু যেমন দূর হবে, তেমনি ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
৬। কনুই বা গোড়ালির কালচে দাগ দূর করতে তিন ভাগ বেকিং সোডা ও এক ভাগ জল মিশিয়ে লাগিয়ে রাখুন।
৭। ত্বক উজ্জ্বল করতে ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে দুই মিনিট ঘষুন ত্বকে। ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।