রাজ্য লিড নিউজ

১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই বাকিবুর

রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের জামিনের আবেদন খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। ১১ নভেম্বর পর্যন্ত বাকিবুরের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।

ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, “রেশনের আটা খোলা বাজারে বিক্রি হয়েছে। রাজ্য পুলিশ তদন্ত করেছে। যেখানে আটা তৈরি হচ্ছে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাকিবুর জামিন পেলে প্রভাব খাটাবেন। প্রমাণ নষ্ট করবেন।”

যদিও পাল্টা বাকিবুরের আইনজীবী এদিন আদালতে বলেন, “বাকিবুর ডিস্ট্রিবিউটরদের আটা সাপ্লাই করতেন। তা তাঁরা কী করেছেন, সেটা বাকিবুর রহমানের জানার কথা নয়। তাই বাকিবুরকে জামিন দেওয়া হোক।” যদিও আদালত বাকিবুরের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই আগামী ১১ নভেম্বর পর্যন্ত বাকিবুরের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।

এদিন ইডির তরফে অনুমতি চাওয়া হয়েছিল জেলে গিয়ে বাকিবুরকে জেরা করার। সেই অনুমতিও পাওয়া গিয়েছে আদলতের তরফে। এই মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুরের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে ইডি।