খেলাধুলা ব্রেকিং নিউজ

কুস্তিতে এল দ্বিতীয় পদক, ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

শনিবার দুটি অলিম্পিক পদক এল ভারতের ঝুলিতে। প্রথমটি কুস্তিতে ব্রোঞ্জ পরেরটি জ্যাভেলিন থ্রোয়ে সোনা। এবারের টোকিও অলিম্পিক কুস্তিতে ভারতের অন্যতম সম্ভাবনা ছিলেন বজরং পুনিয়া। তিনি শেষ পর্যন্ত নিজের ও দেশের মান রাখলেন। অল্পের জন্য রুপো হাতছাড়া হলেও শেষমেশ জিতলেন ব্রোঞ্জ। ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। ফলাফল দেখেই বোঝা যাচ্ছে কতটা দাপট ছিল ভারতীয় কুস্তিগীরের। কাজাখস্তানের কুস্তিগীর দাঁড়াতেই পারেনি তাঁর সামনে। ফলে ব্রোঞ্জ জিতে দেশবাসীর মুখ উজ্জ্বল করলেন বজরং পুনিয়া।