ব্রেকিং নিউজ রাজ্য

জামিন খারিজ, অনুব্রতর ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ

শনিবারও মিলল না জামিন। অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১১ নভেম্বর আবারও কেষ্টকে আদালতে তোলা হবে।

৩৭ দিন পর শনিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়। প্রতিবারের মতো এদিনও সংশোধনাগার থেকে আদালত চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

তবে আদালতে এদিন প্রশ্নের মুখে পড়ল মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তদন্ত শেষ করতে কতটা সময় লাগবে তা সিবিআইয়ের কাছে জানতে চায় আদালত। এদিন অনুব্রতর জামিনের আবেদন জানান তার আইনজীবি। কিন্তু এদিনও সেই আবেদন নাকচ করে দেয় আদালত।

অন্যদিকে, অনুব্রত-তনয়া সুকন্যা মণ্ডলকে ফের দিল্লিতে তলব করল ইডি। আগামী ২ নভেম্বর সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গরুপাচার মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। তবে, ওইদিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

এবার দিল্লিতে ইডি অফিসে ডেকে পাঠানো হল অনুব্রত-কন্যাকে। উল্লেখ্য, সিবিআইয়ের পক্ষ থেকে সম্প্রতি যে চার্জশিট জমা করা হয়েছে, তাতে অনুব্রত মণ্ডলের মেয়ের সম্পত্তির হিসেব রয়েছে। ইডির আধিকারিকরা ইতিমধ্যেই সুকন্যার আয়-ব্যয়ের হিসেবের উপর নজর রাখছে। কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা তা জানতে তৎপর ইডি।