আরাবুল ইসলামকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মীর মৃত্যুর জন্য অভিযুক্ত আরাবুলের বিচার চলছে বারুইপুর মহকুমা আদালতে। শুক্রবার ফের কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে। বিচারপতি তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন, ফলে এই নিয়ে ইতিমধ্যেই মোট আঠাশ দিন জেল হেফাজতে কাটাতে হচ্ছে আরাবুল ইসলামকে।
আরবুলের গ্রেফতার হওয়ার অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও খুনকে ঘিরে। ভাঙড় ২ ব্লকের বিজয়গঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় অশান্তি ছড়ায়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে বিবাদের জেরে সংঘর্ষ বাঁধে এলাকায়। ঘটনায় দুই তৃণমূল কর্মী ও এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় আইএসএফ কর্মীর মৃত্যুর জন্য আরাবুল ইসলামকে ফেব্রুয়ারি মাসের আট তারিখে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ গ্রেফতার করে।
আরাবুলের গ্রেফতারের একদিন পরেই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গত দুদিন আগে সেই সময়সীমা অতিক্রান্ত হলে আরবুলকে ২ দিনের জেলের নির্দেশ দেন বিচারক। সেই দুদিন শেষ হতে শুক্রবার আরাবুল কে ফের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। এবার তাকে বিচারক ১৪ দিনের জেলের নির্দেশ দেন।