বাগুইআটি জোড়া খুনকাণ্ডে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা সৌগত রায়। তাঁর দাবি, খুন হওয়া যুবকরা ড্রাগের নেশা করত, মাদক ট্যাবলেট খেত। যদিও সৌগত রায়ের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সৌগতকে রাঁচি ঘুরে আসার পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ।
রবিবার বরানগরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখানেই বাগুইআটি জোড়া হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন তিনি বলেন, ‘খুন হওয়া যুবকেরা ড্রাগের নেশা করত। মাদক ট্যাবলেট খেত।’ শুধু তাই নয়, কীভাবে মৃত অতনু দে বাইক কেনার পঞ্চাশ হাজার টাকা পেল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি আরও বলেন যে, ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাই সমস্ত ছেলেদের সমাজের মূলস্রোতে ফেরাতে। ছেলেরা এমন কিছু যেন না করে যাতে বাবা-মাকে লজ্জিত হতে হয়। সৌগত রায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।
সৌগতকে রায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি কি মাদক সাপ্লাই করতেন ? বয়স হয়েছে। রাঁচি ঘুরে আসুন কিছুদিন। ওঁর প্রকাশে কথা বলা উচিত নয়। বুদ্ধি নেই, মাথার ঠিক নেই। রাঁচি গিয়ে ঘুরে আসা উচিৎ।
প্রসঙ্গত, গত ২২ আগষ্ট বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায় বাগুইআটির ২ ছাত্র অতনু দে ও অভিষেক নস্কর। এরপর তার বাবার কাছে মুক্তিপণ চেয়ে মেসেজ আসে। ২৪ তারিখ পুলিশের দ্বারস্থ হয় অতনুর বাবা। ১৪ দিন পর উদ্ধার হয় অতনু ও অভিষেকের দেহ।