শেষপর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর জালে আরও এক। বাগদার চন্দন মণ্ডল ওরফে ‘সৎ রঞ্জন’কে গ্রেফতার করল সিবিআই। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় এজেন্সি। তারপর বক্তব্যে অসঙ্গতি মেলায় রঞ্জনকে গ্রেফতার করে সিবিআই।
শুক্রবার দুপুরে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। অভিযোগ, বাগদার এই ব্যক্তিই উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বিভিন্ন জেলার লোকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন এই বলে যে, চাকরি পাইয়ে দেবেন। কখনও তা প্রাথমিক শিক্ষক, কখনও বা গ্রুপ ডি। এও অভিযোগ, চন্দন ছিলেন এই নিয়োগ দুর্নীতির অন্যতম বড় এজেন্ট। প্রভাবশালীদের সঙ্গে তাঁর নিবিড় যোগ ছিল। এর আগে রঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখেছিল সিবিআই। জানা গিয়েছে, সেখানেও অসঙ্গতি মিলেছিল। শেষপর্যন্ত শুক্রবার তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি।