প্রবল বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ-ঋষিকেশ হাইওয়ে। ফলে রাস্তায় আটকে পড়েছেন বহু পুণ্যার্থী। ভারী বৃষ্টির জন্য শনিবার বদ্রীনাথ-ঋষিকেশ হাইওয়ে সিরোবাগড়ের কাছে বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে বদ্রীনাথ ও কেদারনাথগামী পুণ্যার্থীদের শ্রীকোট-শ্রীনগর এবং কালিয়াসোদে আটকে দেওয়া হয়েছে।
শ্রীনগর কোতওয়াল হোশিয়ার সিং পাংখোলি বলেছেন, পুণ্যার্থীরা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সিরোবাগে ক্রমাগত ধ্বংসাবশেষ পড়ার কারণে, রাস্তা এখনও খোলা হয়নি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় পিপল কোঠি এলাকার কাছেও প্রবল বৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রা, আগামীকাল পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হবে বদ্রীনাথ ধাম। তার আগেই বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ-ঋষিকেশ হাইওয়ে।