জেলা

রাস্তা বেহাল, হুঁস নেই প্রশাসনের

সংস্কারের অভাবে বেহাল বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি ব্লকের বড়শাল অঞ্চলের রাজারামপুর যাওয়ার রাস্তাটি । দীর্ঘ কয়েক কিমি রাস্তাটির চরম বেহাল দশা। বর্ষার শুরুতেই তার দাঁত নখ বেরিয়ে পড়েছে। তৈরী হয়েছে অসংখ্য খানাখন্দ। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষদের । যাতাযাত করা খুবই দুস্কর হয়ে উঠেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় কয়েকশো মানুষ যাতায়াত করেন। বাস রুট না থাকলেও চলে অসংখ্য দু চাকার সাইকেল -মোটরসাইকেল। তবে এখন আর গ্রামে এম্বুলেন্স ঢোকে না। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বেহাল রাস্তাটি অবিলম্বে সরানোর দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। সকলের যাতায়াতের জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আমাদের বাপ ঠাকুরদা দের আমল থেকেই এই রাস্তার বেহাল দশা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ভোটের পর ভোটার আসে, নেতা-মন্ত্রীরা শুধু আশ্বাসই দেয় হচ্ছে- হবে- দেখছি বলেই কাটিয়ে দেন, কিন্তু রাজারামপুর গ্রামের বাসিন্দারা পাইনি তাদের রাস্তা।

এবিষয়ে স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান,তবে খবর নিয়ে দেখবেন বলেছেন।অন্যদিকে গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধক্ষ জীতেন গরাই গ্রামবাসীদের দাবীর সঙ্গে সহমত পোষণ করেন এবং আগামীদিনে রাস্তাটির সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ,বাঁকুড়া