জেলা ব্রেকিং নিউজ

দীর্ঘ রাস্তা খানাখন্দে ভরা

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক উন্নয়নের মধ্যে প্রথম সারিতেই রাখা হয় রাস্তাঘাট। তবে বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত সারিবাগান থেকে খয়রাশোল পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার দিকে বিপরীত ছবিই দেখা যায়। অথচ তারই পাশে দুবরাজপুর থেকে সারিবাগান পর্যন্ত রাস্তা বেশ ঝাঁ-চকচকে, শক্তপোক্ত। দুটি রাস্তায় পিডব্লুডি’‌র হওয়া সত্ত্বেও এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

বীরভূমের খয়রাশোল ব্লকের এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। এই রাস্তার ওপর দিয়েই দুবরাজপুর থেকে খয়রাশোল ব্লকের বাবুইজোর, আবার অন্যদিকে লোকপুর যেতে হয় স্থানীয়দের। সিউড়ি অথবা আসানসোল থেকে খয়রাশোলগামী বাসগুলিকেও এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ।

এই রাস্তার উপর দিয়ে নিত্য যাতায়াত করেন এমন এক ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গড়াই জানান, ‘‌চার বছর ধরে এই রাস্তা এমন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আমাদের মত ছোটখাটো ব্যবসায়ী যারা নিত্যদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করি তাদের পরিস্থিতি ভয়ঙ্কর। দুর্ঘটনা এড়িয়ে চলতে আমরা এই রাস্তা উপেক্ষা করে গ্রামের ভিতর দিয়ে যাতায়াত করে থাকি।’‌

বছরের পর বছর ধরে এই রাস্তা যখন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই সময় তার উন্নতি দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সারাই করে স্থানীয় বাসিন্দাদের এমন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক।