পাঁচ সন্তানের পর কন্যাসন্তানকে মেনে কন্যাকে পুঁতে দিলেননিতে পারেনি সদ্য মা হওয়া এক মহিলা। সদ্যোজাতেকে নিজেই মাটিতে পুঁতে দেন তিনি ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়।শনিবার পুলিশ মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার করে। মাটিতে পুঁতে রাখতেই শ্বাসরুদ্ধ হয়ে পৃথিবীর গহ্বরেই প্রাণত্যাগ করেছে ওই শিশুপ্রাণ।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্ত্বা শিশুকন্যার জন্ম দেন। অভিযোগ মেয়ে হওয়ায় সেই রাতে মা নিজেই সদ্যজাতকে মাটিতে পুঁতে ফেলেন। এই খবর ছড়িয়ে পড়তেই মন্দির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে। তৎক্ষণাৎ তাকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। একরত্তিকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।ওই প্রসূতির পাঁচটি সন্তান রয়েছে। তার পর আবার মেয়ে হওয়ায় মহিলা নিজেই পুঁতে দেয় বলে অভিযোগ। প্রসূতি মহিলা এখনও চিকিৎসাধীন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। প্রসূতির পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ওই মহিলা মানসিক ভাবে স্থিতিশীল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।