মালদার কালিয়াচকে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক তিন বছরের শিশুর । মৃত শিশুর নাম পারভেজ শেখ। বিস্ফোরণে মারা গিয়েছে একটি ছাগলও। জানা গিয়েছে, আজ সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের যদুপুর নয়াগ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ।
মৃত শিশুর দেহ পুলিশের গাড়িতে চাপিয়ে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তারপর সেখান থেকে দেহটি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজে । কিন্তু তাকে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত করা হবে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিস।
পুলিশকে পারভেজের বাবা হাবিবুর শেখ জানান, শনিবার সকালে রান্নাঘরে খেলছিল তাঁদের ছেলে । সেই সময় রান্নাঘরে তাঁর স্ত্রী চাঁদনি বিবি ছিলেন না । হঠাত্ কোনও কারণে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । বিস্ফোরণে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৃত ঐ শিশুর দাদু বলেন,”সকালে খাবার খেয়ে বাজার চলে গিয়েছিলাম। বাজারেই খবর পাই, রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে তাবরেজ গুরুতর আহত হয়েছে । সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসি।”
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতটাই যে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। দেওয়ালে ফাটল। তবে গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ নাকি অন্য কোনও কারণ রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিস্ফোরণের উৎস খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞ দল। সাতসকালের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
You must be logged in to post a comment.